বাসস ক্রীড়া-৭ : জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের

108

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ওয়ানডে
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের
সিলেট, ১ মার্চ ২০২০ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ পেল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩২১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০ ওভারে ৮ উইকেটে ৩২০ রান। ২০০৯ সালে বুলাওয়েতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করা ম্যাচটি ৪৮ রানে জিতেছিল বাংলাদেশ। ম্যাচে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে ১০৪ রান ও বল হাতে ২ উইকেট শিকার করেছিলেন।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান করেছিলো বাংলাদেশ। বাংলাদেশের মুশফিকুর রহিম অপরাজিত ১০২ রান করেছিলেন।
বাসস/এএসজি/এএমটি/১৭০১/স্বব