পাঁচ হাজার তালেবান বন্দি মুক্তির প্রতিশ্রুতি দেইনি : গনি

335

কাবুল, ১ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, বন্দী কোন বিদ্রোহীকে মুক্তি দেয়ার বিষয়ে তিনি কোন প্রতিশ্রুতি দেননি। একদিন আগে স্বাক্ষরিত মার্কিন-তালেবান চুক্তির মূল বিষয় এই বন্দী মুক্তি। কিন্তু আশরাফ গনি এ থেকে রোববার পিছু হটলেন।
এক সংবাদ সম্মেলনে গনি বলেন,‘ পাঁচ হাজার তালেবান বন্দি মুক্তির বিষয়ে কোন প্রতিশ্রুতি দেয়া হয়নি।’
এটি আফগানিস্তানের জনগণের অধিকার ও স্বাধীন ইচ্ছা। বিষয়টি আন্ত-আফগান আলোচনার এজেন্ডায় যুক্ত হতে পারে, তবে তা আলোচনার কোনো পূর্বশর্ত নয়।