বাজিস-২ : কুমিল্লার প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আলো পাচ্ছে

184

বাজিস-২
কুমিল্লা-শিক্ষার আলো
কুমিল্লার প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আলো পাচ্ছে
কুমিল্লা (দক্ষিণ), ১ মার্চ, ২০২০ (বাসস) : প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সহায়তায় বর্তমান সরকার জোড়ালো ভূমিকা রাখায় কুমিল্লার দরিদ্র জনগোষ্ঠীর শিশুরা শিক্ষার আলো পাচ্ছে। তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিবন্ধী স্কুল পরশ। কুমিল্লা শহর ঘেঁষা আড়াইওরা গ্রামে অবস্থিত স্কুলটি সমাজকল্যাণ সংস্থার অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম ছাড়াও পরশ স্কুলে ফ্রি চিকিৎসা সেবা চলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সাল থেকে পরশ প্রতিবন্ধী স্কুল নামে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধনভুক্ত হয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০০৮ সালে সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধনভুক্ত হলেও, ২০০২ সাল থেকে সমাজ উদ্যোক্তা প্রয়াত মির্জা ফাতেমা আহমেদ সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করেন। এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার কারণে এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর এসব শিশুরা শিক্ষার আলো পেয়েছে। তাই এসব বিশেষ শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পেরে খুব ভালো লাগছে বলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা।এদিকে সমাজের অবহেলিত এসব শিশুদের পড়াতে পেরে ভালো লাগার কথা জানিয়েছে প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকরাও। এ ব্যাপারে পরশ প্রতিবন্ধী স্কুলের সভাপতি জহির হোসেন জানান, বর্তমানে স্কুলটিতে ৯৫ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও একজন সেবাকর্মী রয়েছেন। বিদ্যালয়টির কারণে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষার আলো পেয়েছে। মূলত বর্তমান সরকারের অনুদান এবং পরিচালনা পর্ষদের সহযোগিতায় চলে স্কুলটি। বিদ্যালয়টির বেশির ভাগ শিশু বিনামূল্যে এখানে লেখাপড়া চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
কুমিল্লার সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের লেখারপড়া বিষয়ের ব্যাপারে ব্যাপক জোড় দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধীদের লেখারপড়া বাবদ নিয়মিত আর্থিক সুবিধা ও বিনামূল্য বইসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া কারণে বিদ্যালয়ের সুনাম জেলা জুড়ে।
বাসস/সংবাদদাতা/১০০০/নূসী