বাসস ক্রীড়া-১৮ : উডের পরিবর্তে শ্রীলংকা সফরে ইংল্যান্ড দলে সাকিব

130

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-উড
উডের পরিবর্তে শ্রীলংকা সফরে ইংল্যান্ড দলে সাকিব
ডারবান, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস/এএফপি) : সাইড স্ট্রেইন ইনজুরির কারণে আসন্ন শ্রীলংকা সফরে ইংল্যান্ড থেকে বাদ পড়লেন ডারহামের পেসার মার্ক উড। তার পরিবর্তে সফরে ইংলিশদের হয়ে খেলবেন ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ।
চলমান মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন উড।
শুক্রবার উডের ইনজুরি নিয়ে একটি বিবৃতি দেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। উডের স্ক্যান রিপোর্ট পাবার পর ইসিবি জানায়, ৩০ বছর বয়সী এ পেসার বাঁ-দিকের সাইড স্ট্রেইনে ভুগছেন।
ইসিবি আরও জানায়, ইংল্যান্ড এবং ডারহাম মেডিকেল দলের সাথে এখন পুর্নাবাসন প্রক্রিয়া নিয়ে কাজ করবেন উড।
আগামী সোমবার শ্রীলংকা সফরে যাবে ইংল্যান্ড। গল-এ আগামী ১৯ মার্চ থেকে শুরু হবে দু’ম্যাচের টেস্ট সিরিজ।
গত বিশ্বকাপের পরও একই ইনজুরিতে ভুগেছিলেন উড। তাই বিশ্বকাপের পর অ্যাশেজ মিস করেছিলেন তিনি।
ল্যাঙ্কাশায়ারের ওপেনার কিটন জেনিংস ও সারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ফোকস পুনরায় দলে ডাক পেয়েছেন।
তবে শ্রীলংকা সফরের টেস্ট দলে সুযোগ হয়নি জনি বেয়ারস্টো, ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস এন্ডারসন ও মঈন আলির।
বাসস/এএফপি/অনু/এএমটি/১৯২১/স্বব