বাসস ক্রীড়া-১৫ : দুবাইতে এশিয়া কাপ

137

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-এশিয়া
দুবাইতে এশিয়া কাপ
নয়া দিল্লি, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস/এএফপি) : দুই চির প্রতিদ্বন্দি ভারত-পাকিস্তান উভয় দেশই যাতে অংশ নিতে পারে সে লক্ষ্যে আগামী এশিয়া কাপ টুর্নামেন্ট দুবাইতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি।
আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এশিয়া কাপের ১৫তম আসর। কিন্তু পাকিস্তানের সাথে রাজনৈতিক সমস্যার কারনে নিরপেক্ষ ভেন্যুতে না হলে টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকার করেছে ভারত।
দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষে গাঙ্গুলী বলেন, ‘দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এবং সেখানে ভারত-পাকিস্তান উভয়ই খেলবে।’
২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো ভারত ও পাকিস্তান।
ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান দল।
কাশ্মীর নিয়ে পুরনো বিরোধ নতুন মাত্রা পেলে পাকিস্তানে গিয়ে খেলতে অন্বীকার করে ভারত। শুধুমাত্র আন্তর্জাতিক ইভেন্টে পাকিস্তানের সাথে খেলতে কোন অসম্মতি ছিলো না ভারতের।
বাসস/এএফপি/অনু/এএমটি/১৮৫০/স্বব