বাসস ক্রীড়া-১৩ : দলকে সতর্ক করে দিলেন মাশরাফি

116

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-মাশরাফি-বাংলাদেশ-জিম্বাবুয়ে
দলকে সতর্ক করে দিলেন মাশরাফি
সিলেট, ২৯ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিছু খেলোয়াড় জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার কথা ভাবলেও সেটি সহজ হবে না উল্লেখ করে টাইগার অধিনায়ক মাশরাফি বলেছেন, এখানে কোন কিছুরই নিশ্চয়তা দেয়া যাবে না। তিনি বলেছেন এখনই হোয়াইট ওয়াশের কথা না ভেবে ম্যাচ বাই ম্যাচ জয়ের মাধ্যমেই সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
যদিও তিনি মনে করেন সিরিজের তিন ম্যাচেই জিম্বাবুয়েকে হারানোর ক্ষমতা বাংলাদেশের রয়েছে। তবে জিম্বাবুয়েও এখানে স্বাগতিকদের হারানোর লক্ষ্য নিয়েই এসেছে। সুতরাং তাদেরকে হাল্কাভাবে নেয়ার কোন সুযোগ নেই।
আগামীকাল শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে মাশরাফি বলেন,‘ এটা ঠিক যে আমরা তাদের বিপক্ষে ধারাবাহিক জয়ের মধ্যেই রয়েছি। তবে কিছু ম্যাচ ছিল খুবই প্রতিদ্বন্দিতাপুর্ন। ঐ সব ম্যাচ তারাও জিততে পারতো। তাই এটি মানতে হবে এই ফর্মেটে আমাদের হারানোর ক্ষমতা তাদের আছে।
আন্তর্জাতিক ক্রিকেটে কোন প্রতিপক্ষই সহজ নয়। আমার বিশ্বাস আমাদেরকে হারানোর মত যোগ্যতা জিম্বাবুয়ের আছে। সুতরাং আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ’
২০১৩ সাল থেকে জিম্বাবুয়ের কাছে কোন ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ। এই সময় দুই দলের মধ্যে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার সবক’টিতেই জয়লাভ করেছে বাংলাদেশ। ২০১৪ সালের পাঁচ ম্যাচের সিরিজ সহ তিনটি সিরিজে দক্ষিন আফ্রিকার দেশটিকে হোয়াইট ওয়াশ করার অভিজ্ঞতাও বাংলাদেশের আছে।
মাশরাফি বলেন, গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে জয় দিয়ে সিরিজ শুরু করা। তিনি বলেন,‘ আমি আগেও বলেছি, শুরু থেকেই তাদের বিপক্ষে আমাদের সবটুকু সামর্থ্য নিয়ে ঝাপিয়ে পড়তে হবে। এটি খুবই গুরুত্বপুর্ন। এভাবে ম্যাচ বাই ম্যাচ খেলেই লক্ষ্য পুরণ করতে হবে। প্রথমে আমাদের প্রথম ম্যাচে জয় পেতে হবে। এরপর আমরা দ্বিতীয় ম্যাচে জয়ের কথা ভাবতে চাই। সেটিতেও যদি জয়লাভ করতে পারি তাহলেই আমরা হোয়াইট ওয়াশের কথা ভাবতে পারব। তাই এখনই হোয়াইট ওয়াশেরর কথা ভাবার সঠিক সময় নয়। তারাও এখানে এসেছে আমাদের হারানোর লক্ষ্য নিয়ে।’
২০১৯ সালের জুলাইয়ের পর এটি হবে বাংলাদেশ দলের প্রথম ওডিআই সিরিজ। দীর্ঘ দিন পর এই ফর্মেটের ম্যাচে অংশগ্রহনের কারণে খেলোয়াড়দের মধ্যে কিছুটা অগোছালো ভাব থাকতেই পারে। তবে তারপরও ভাল সুচনার উপর গুরুত্বারোপ করেছেন মাশরাফি। কারণ তারা ঘুরে দাঁড়ানোর চেস্টা করবে। টাইগার অধিনায়ক বলেন,‘ দীর্ঘ সময় পর এই ফর্মেটে খেলার কারণে খেলোয়াড়দের মধ্যে কিছুটা অগোছালো ভাব দেখা দিতে পারে। তবে ভাল সুচনার মাধ্যমে আমরা সেটিকে অতিক্রম করতে পারি। ব্যাটিং বা বোলিং যে কোন বিভাগ দিয়েই আমাদের সুচনাটা ভাল করতে হবে। শুরুটা ভাল করতে পারলে আমরা ভালভাবেই মানিয়ে নিতে পারব পারব।’
জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় কেউ মেনে নেবেনা, তাই বাংলাদেশের উপর চাপ বেশী থাকবে বলেই মনের করেন টাইগার নেতা। তিনি বলেন,‘ আমরা জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করলে সেটি নিয়ে খুব বেশী আলোচনা হবেনা, কারণ সেটি প্রত্যাশিত ব্যাপার। কিন্তু কোন ম্যাচে যদি আমরা তাদের কাছে হেরে যাই তাহলে কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে। তাই প্রতিটি পদক্ষেপেই আমাদের সতর্ক থাকতে হবে।’
বাসস/এসএমপি/অনু/এমএইচসি/১৮২৬/স্বব