বাসস দেশ-১০ : চাঁদপুরের পদ্মা-মেঘনায় সকল মাছ আহরণ নিষিদ্ধ

122

বাসস দেশ-১০
মাছ আহরণ-নিষিদ্ধ
চাঁদপুরের পদ্মা-মেঘনায় সকল মাছ আহরণ নিষিদ্ধ
চাঁদপুর, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
এ সময়ে মাছ আহরণ, মওজুদ, পরিবহন, ক্রয়-বিক্রয়, সরবরাহকরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সরকার ঘোষিত এই মৎস্য আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধান রয়েছে।
চাঁদপুর জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় জাটকা রক্ষায় স্ব স্ব উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জেলা পর্যায়েও টাস্কফোর্স কমিটির সভায় জাটকা সংরক্ষণের বিষয়ে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুর হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদ্বীপ ভট্টাচার্য বলেন, এ বছর আমরা সকল সংস্থা একসাথে নদীতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। সদর উপজেলা এলাকার আলু বাজার ও হরিণা নৌ-পুলিশ ফাঁড়ি ও ইশানবালা এবং বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্র আমাদের সাথে কাজ করবে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৬৪০/কেএআর