টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

309

হবিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারী, ২০২০ (বাসস) : বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন জাতিসংঘের ঘোষণা অনুযায়ী টেকসই উন্নয়নের লক্ষ্যে মান সম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে।
আজ বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাব্বির হোসেন বেলালের সভাপতিত্তে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুবা নাশতারান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করছে।
মাহবুব আলী আরো বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক শিক্ষার জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। ছাত্র ছাত্রীদের জন্য কোটি কোটি বই বিনামূল্যে বিতরণ করে যাচ্ছে। সরকার কারিগরি শিক্ষায় ছাত্র ছাত্রীদের শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে চায়।