বাহুবলে পাহাড়কাটা ও বালু উত্তোলন করায় দু’জন দন্ডিত

290

হবিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ভ্রাম্যমাণ আদালত হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি ও পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে দন্ড দিয়েছেন।
আদালত এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় ৩টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ও ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে উপজেলার কল্যাণপুর সংলগ্ন সেগুনটিলা এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) অনুসারে অভিযুক্ত উপজেলার ফতেহপুর গ্রামের সালমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কল্যাণপুর গ্রামের নূরুল আমীনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ৩ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।