বাসস দেশ-৬ : বঙ্গবন্ধু বাংলাদেশের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন : শিক্ষামন্ত্রী

226

বাসস দেশ-৬
ঢাবি-সমাপ্ত
বঙ্গবন্ধু বাংলাদেশের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন : শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে বাংলাদেশের সার্বিক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
মন্ত্রী বলেন, তিনি শূন্য থেকে দেশ গড়ার কাজে হাত দিয়ে অল্প সময়ের মধ্যেই অবকাঠামো, প্রশাসনিক কাঠামো ও আইনী কাঠামো তৈরি করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় হল প্রাঙ্গণে ‘বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. জিনাত হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাকসু’র সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম এবং এফবিসিসিআইয়ের সহ-সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা।
বাসস/সবি/এসএস/১৬৫৩/-শআ