বাসস দেশ-২৮ : স্মার্টফোন নয়, সন্তানের হাতে বই তুলে দিন : ড. হাছান

251

বাসস দেশ-২৮
তথ্যমন্ত্রী -বইমেলা
স্মার্টফোন নয়, সন্তনের হাতে বই তুলে দিন : ড. হাছান
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ সন্তানের হাতে স্মার্টফোন নয়,বই তুলে দেয়ার আহবান জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
ড.হাছান বলেন,‘জীবন গড়তে ও জীবন সংগ্রামে জয়ী হতে বই হচ্ছে শ্রেষ্ঠ বাহন। বই মানুষকে প্রজ্ঞার আলোয় আলোকিত করে, প্রকৃত বন্ধুর মতো সঠিক পথের সন্ধান দেয়।’
যে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়,সেগুলো হচ্ছে,শিবু কান্তি দাশের ‘আমার বঙ্গবন্ধু,আমার স্বাধীনতা’,কবি মোহাম্মদ হোসেনের ‘মৃত্তিকা থেকে আকাশ ছুঁয়েছে যে প্রাণ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ও ইমরান আকন্দের ‘বিপ্ল¬বী নূর হোসেন’।
সাবেক সংসদ সদস্য ও কবি কাজী রোজী, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, কবি আসলাম সানী, ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘একুশে গ্রন্থমেলা ক্রমশ বর্ণিল ও প্রাণবন্ত হয়ে উঠেছে, যা আমাদের মানুষের গ্রন্থপ্রীতিরই পরিচয় বহন করে।’
বাসস/সবি/জেডআরএম/২০২০/কেএমকে