বাসস দেশ-২০ : জাসদ (ইনু) ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন শুরু কাল

145

বাসস দেশ-২০
জাসদ-সম্মেলন
জাসদ (ইনু) ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন শুরু কাল
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : দুই দিনব্যাপী জাসদের (ইনু) ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন আগামীকাল থেকে শুরু হচ্ছে।
বিকাল ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্ত্বরে উন্মুক্ত উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই জাতীয় সম্মেলন শুরু হবে। কাউন্সিল উদ্বোধন করবেন দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি। উদ্বেধনী অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেট হিসাবে সারা দেশ থেকে ১০ হাজারের বেশি নেতা-কর্মী যোগদান করবেন।
উদ্বোধনী অধিবেশন শেষে সন্ধ্যায় ১ হাজার ২ শ’ ৫ জন কাউন্সিলরের অংশগ্রহণে সম্মেলনের মূল অধিবেশন শুরু হবে। পরদিন ২৯ ফেব্রুয়ারি সারাদিন সম্মেলন অধিবেশন চলবে। সম্মেলন অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া রাজনৈতিক-সাংগঠনিক প্রতিবেদন, দলের খসড়া বাজেট, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর আনীত সংশোধনী প্রস্তাব, আগামী তিন বছরের রাজনৈতিক-সাংগঠনিক কর্মকৌশল ইত্যাদি বিষয়ে আলোচনা শেষে সেগুলো চূড়ান্ত করে অনুমোদন করা হবে।
পরে সম্মেলন নির্বাচনী অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি নির্বাচিত হবে।
বাসস/সবি/কেসি/১৮৪৫/এসই