বাসস সংসদ-৪ : রাজধানীর সীসাবার বন্ধে উদ্যোগ নেয়া হচ্ছে : আসাদুজ্জামান খাঁন

149

বাসস সংসদ-৪
সীসাবার-নিষিদ্ধ
রাজধানীর সীসাবার বন্ধে উদ্যোগ নেয়া হচ্ছে : আসাদুজ্জামান খাঁন
সংসদ ভবন, ১১ জুলাই ২০১৮ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাজধানীর সীসাবার বন্ধে আইন সংশোধনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘সীসা নামে নতুন এক মাদকে যুবসমাজ আসক্ত হয়ে পড়ছে। তরুণ ছেলে-মেয়েরা সীসা গ্রহণ করছে। তবে আইনের জটিলতার কারণে আমরা এটা বন্ধ করতে পারছি না। তবে নতুন আইনে সীসাবার নিষিদ্ধ করার জন্য প্রস্তাব করা হয়েছে। তাছাড়া যেখানেই ক্যাসিনোর সংবাদ পাওয়া যাচ্ছে সেখানেই আমাদের পুলিশ অভিযান পরিচালনা করছে।’
আজ সংসদে বিএনএফ সদস্য এসএম আবুল কালাম আজাদের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
সরকারি দলের সদস্য এ কে এম রহমাতুল্লাহর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের কারণে বিপুলসংখ্যক অপরাধী কারাগারে অন্তরীণ রয়েছে। মাদক মামলার নিষ্পত্তির জন্য আলাদা আদালত করার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলে আশা করছি।
বাসস/এমএসএইচ/১৭৩৫/বেউ/-আসচৌ