বিএএফ ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স ও এভিয়েশন ইন্সট্রাক্টরস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদ বিতরণ

425

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনীর ৫৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স ও ৫ম এভিয়েশন ইন্সট্রাক্টরস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ বৃহস্পতিবার বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডের বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিমান বাহিনী প্রধান বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল, যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।
আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ৮ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ পত্র অর্জন করেন। এছাড়াও, বিমান বাহিনীর ৪ জন কর্মকর্তা প্রধান অতিথির নিকট হতে এভিয়েশন ইন্সট্রাক্টরস্ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের সনদপত্র গ্রহণ করেন।
৫৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সেও স্কোয়াড্রন লীডার আতিক আহমেদ সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন।
ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ নজরুল ইসলামসহ সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।