বাসস ক্রীড়া-৩ : চার সপ্তাহের জন্য মাঠের বাইরে লিওয়ানোদোস্কি

101

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ইনজুরি
চার সপ্তাহের জন্য মাঠের বাইরে লিওয়ানোদোস্কি
মিউনিখ, ২৭ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : হাঁটুর ইনজুরির কারনে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লিওয়ানোদোস্কি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে এই পোলিশ তারকা ইনজুরিতে আক্রান্ত হন।
এক বিবৃতিতে বায়ার্নের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। লন্ডন থেকে ফিরে বিভিন্ন পরীক্ষায় লিওয়ানোদোস্কির হাঁটুর ইনজুরি ধরা পড়ে।
এবারের মৌসুমে বায়ার্নের জার্সি গায়ে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১১ গোল করেছেন ৩১ বছর বয়সী লিওয়ানোদোস্কি। স্ট্যামফোর্ড ব্রীজে মঙ্গলবার বায়ার্ন ৩-০ গোলের সহজ জয় তুলে নেয়। এই ইনজুরির কারনে লিওয়ানোদোস্কি আগামী মাসে মিউনিখে ফিরতি লেগের ম্যাচ ছাড়াও বুন্দেসলিগায় তিনটি ম্যাচ খেলতে পারবেন না।
এবারের মৌসুমে ক্যারিয়ারের অন্যতম ভাল সময় কাটিয়েছেন লিও। বুন্দেসলিগায় ২৩টি ম্যাচে ২৫ গোল করে এখনো নিজেকে শীর্ষে রেখেছেন।
বাসস/নীহা/১৫৫০/স্বব