জয়পুরহাটে গার্ল ইন কাব স্কাউট ব্যাজ কোর্স শুরু

282

জয়পুরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : কাব স্কাউট শিশুদের আন্মনির্ভশীল, সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে সমাজে গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা স্কাউট ভবনে বৃহষ্পতিবার বেলা ১১টায় শুরু হয়েছে চার দিন ব্যাপী গার্ল ইন কাব স্কাউট ব্যাজ কোর্স।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় এবং জয়পুরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চার দিন ব্যাপী গার্ল ইন কাব স্কাউট ব্যাজ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: গোলাম সারোয়ার । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক ও বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, কোর্স পরিচালক ও জেলা কাব লিডার মো: হাবিবুর রহমান, নুরুজ্জামান মন্ডল প্রমূখ। শিশুদের নৈতিক শিক্ষা, আইন, মটো , প্রতিজ্ঞা, গ্র্যান্ড ইয়েল, প্যাক মিটিং, আইন নৃত্যসহ পারদর্শিতা ও দক্ষতা ব্যাজ অর্জন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ফলে গার্ল ইন কাব স্কাউট শিশুরা আন্মনির্ভশীল, সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে সমাজে গড়ে উঠতে সক্ষম হবে এবং প্রধানমন্ত্রী প্রদত্ত শাপলা কাব এ্যাওয়ার্ড পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবে। ব্যাজ কোর্সে পাঁচ উপজেলার ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন কাব অংশগ্রহণ করছেন।