বাসস ক্রীড়া-১০ : অশোভন আচরনের জন্য আল-আমিনকে জরিমানা

220

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-আল আমিন-জরিমানা
অশোভন আচরনের জন্য আল-আমিনকে জরিমানা
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ম্যাচে অশোভন আচরনের কারণে জরিমানা করা হয়েছে ফাস্ট বোলার আল আমিন হোসেনকে। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ফাইনাল ম্যাচের চতুর্থ দিনে একজন ব্যাটসম্যানকে আউট করার পর তার উদ্দেশ্য অশালীন মন্তব্য ও অশোভন অঙ্গভঙ্গি করেন এই পেসার। এই অপরাধে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হিসেবে কর্তন করা হয়েছে।
ফাইনালে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছিল আল-আমিনের দল বিসিবি সাউথ জোন। দেশের প্রথম শ্রেনীর ক্রিকেট হিসেবে বিবেচিত ৫ দিনের ম্যাচের চতুর্থ দিনেই সাউথ জোন ১০৫ রানে জয়লাভ করে। ফলে টুর্নামেন্টের টানা হ্যাটট্রিক শিরোপা লাভ করেছে দলটি।
ওই ম্যাচে ষষ্ঠ ওভারে ইস্ট জোনের মোহাম্মদ আশরাফুলকে আউট করার পর তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার পাশাপাশি অশোভন অঙ্গভঙ্গি করেন আল-আমিন। যেটি লেভেল ১(২.৫) পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
এই ধরনের অপরাধের সর্ব নিন্ম সাজা আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া এবং সর্বোচ্চ সাজা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা।
বাসস/এসএমপি/অনু/এমএইচসি/১৯৪৫/স্বব