বাসস দেশ-১৫ : আইইবি’র ২০২০-২১ মেয়াদের নির্বাচন আগামীকাল

112

বাসস দেশ-১৫
আইইবি-নির্বাচন
আইইবি’র ২০২০-২১ মেয়াদের নির্বাচন আগামীকাল
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২১ মেয়াদের) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আইইবি নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
আইইবি সদর দফতরে ১০টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী, ২৭টি কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার পদের জন্য ১৮০ জন, ৭টি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮০৮ জন।
আইইবি কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী হামিদুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারা দেশে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
১৯৪৮ সালের ৭ মে আইইবি প্রতিষ্ঠা লাভ করে।
বাসস/সবি/এমএন/১৮১৫/-শআ