বাসস দেশ-১৪ : প্রধানমন্ত্রী জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার উদ্যোগ নিয়েছেন : ভূমি মন্ত্রী

150

বাসস দেশ-১৪
ভূমিমন্ত্রী-জনসংখ্যা
প্রধানমন্ত্রী জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার উদ্যোগ নিয়েছেন : ভূমি মন্ত্রী
ঢাকা, ১১ জুলাই, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে বোঝা মনে করেননি। তিনি বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার উদ্যোগ নিয়েছেন।
আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।
দক্ষ মানবসম্পদের অর্জিত প্রবৃদ্ধি আয় থেকেই একটি মানসম্মত টেকসই উন্নত জাতি গড়ে তোলা সম্ভব এ কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করে একটি আদর্শ জনসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রী তার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
মন্ত্রী সরকারের রূপকল্প উন্নত বাংলাদেশ গড়ে তোলায় সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান।
পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সরকারের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৬৫৫/এএএ