বাসস বিদেশ-৩ : দ. কোরিয়ার জন্মহার এ যাবত কালের মধ্যে সর্বনিম্ন

114

বাসস বিদেশ-৩
দ.কোরিয়া-জনসংখ্যা
দ. কোরিয়ার জন্মহার এ যাবত কালের মধ্যে সর্বনিম্ন
সিউল, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমার ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার এ দেশে ২০১৯ সালে মাত্র তিন লাখ শিশু জন্ম নিয়েছে। খবর এএফপি’র।
বিশ্বের যে সকল দেশে মানুষ দীর্ঘদিন বাঁচে সে সকল দেশের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া।
স্যাটিস্টিকস কোরিয়া জানায়, ২০১৯ সালে দেশটিতে মোট তিন লাখ তিন হাজার একশ’ শিশু জন্ম নিয়েছে। এ সংখ্যা আগের বছরের তুলনায় ৭.৩ শতাংশ কম।
জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য যে জন্মহার থাকা প্রয়োজন তার তুলনায় দেশটির এ হার ০.৯২ শতাংশ কম। দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার ভারসাম্য স্থিতিশীল রাখার জন্য ২.১ শতাংশ জন্ম হার প্রয়োজন। আর দেশটিতে পরপর দ্বিতীয় বছর জন্ম হার হ্রাস পেল।
শিশুদের লালন-পালন করা অনেক কঠিন হয়ে পড়ায় দক্ষিণ কোরিয়ার নারীরা দিন দিনই সন্তান নিতে অনিহা প্রকাশ করছে।
বাসস/এমএজেড/১৫১০/জুনা