বাসস দেশ-১২ : জনগণের মুখোমুখি হলেন সিলেট সিটির মেয়র প্রার্থীরা

128

বাসস দেশ-১২
সিসিক-মেয়র
জনগণের মুখোমুখি হলেন সিলেট সিটির মেয়র প্রার্থীরা
সিলেট, ১১ জুলাই ২০১৮ (বাসস) : আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রার্থীরা।
আজ সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ আয়োজিত এ অনুষ্ঠানে জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ৭ মেয়র প্রার্থী।
এসময় নির্বাচিত হলে তারা কি কি করবেন সে সম্পর্কে ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থিত ভোটারদের সামনে তুলে ধরেন এবং একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত নাগরিকরাও নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বেলা ১১টায় সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, নাগরিক কমিটি মনোনীত প্রার্থী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম,স্বতন্ত্র প্রার্থী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।
বাসস/সংবাদদাতা/এসএস/১৬৪৫/-শহক