বাসস দেশ-২৭ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে ডব্লিউএফপি’র চুক্তি

134

বাসস দেশ-২৭
ত্রাণ মন্ত্রণালয়-ডব্লিউএফপি-চুক্তি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে ডব্লিউএফপি’র চুক্তি
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র মধ্যে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল এবং ডব্লিউএফপি’র পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রেগান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন, প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন এবং বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াঙ টেমবন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকল্পটির আওতায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে ডব্লিউএফপি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।
বাসস/তবি/এমএন/১৯৪০/-কেএআর