বাসস দেশ-১৫ : ছাড়পত্র ছাড়া নদী বা বড় খালের ওপর নির্মিত ব্রীজের তালিকা তৈরীর পরামর্শ

105

বাসস দেশ-১৫
কমিটি-নৌপরিবহন
ছাড়পত্র ছাড়া নদী বা বড় খালের ওপর নির্মিত ব্রীজের তালিকা তৈরীর পরামর্শ
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিআইডব্লিউটিএ- এর ছাড়পত্র ছাড়া দেশের নদী বা বড় খালের ওপর নির্মিত ব্রীজের তালিকা তৈরীর পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ তালিকা কমিটিতে উপস্থাপনেরও পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য শাজাহান খান এবং মাহফুজুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপন করে প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নদী বা সাগরে বছরে কি পরিমান পলি জমে, কোথা থেকে আসে এবং কিভাবে আসে তার একটি সমীক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে বিআইডব্লিউটিএকে একটি সেমিনারের আয়োজন করার পরামর্শ দেয়া হয়।
সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৬৫৫/-শআ