বাসস বিদেশ-৬ : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ

103

বাসস বিদেশ-৬
পূর্ব তিমুর- রাজনীতি
পূর্ব তিমুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ
দিলি (পূর্ব তিমুর), ২৫ ফেব্রুয়ারি, ২০২০(বাসস ডেস্ক) :পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী তাউর মাতান রুয়াক দেশটির প্রেসিডেন্ট ফ্রান্সিসকো গুতেরেসের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়ে বলেছেন, তাকে সমর্থনদানকারী জোট ভেঙে যাওয়ায় তিনি পদত্যাগ করছেন। এতে করে দক্ষিণপূর্ব এশিয়ার ছোট্ট দেশটিতে আরেক দফা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলো।
সাবেক পর্তূগীজ কলোনী ও পরে ইন্দোনেশিয়ার দখলে থাকা ছোট্ট রাষ্ট্রটির এক সময়কার গেরিলা যোদ্ধা তাউর মাতান রুয়াক জানান, তিনি প্রেসিডেন্ট ফ্রান্সিসকো গুতেরাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রাজধানী দিলিতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্ট (গুতেরাসের) সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে পদত্যাগ পত্র গৃহীত না হওয়া পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো।’
এক দীর্ঘ রাজনৈতিক সংকটের পর রাউক ২০১৮ সালে ১৩ লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
প্রতিবেশী ইন্দোনেশিয়ার দখলে ২৪ বছর থাকার পর ২০০২ সালে দেশটি স্বাধীন হয়।
বাসস/অনু-জেজেড/১৬৫০/জুনা