বুরকিনা ফাসোতে হামলায় ৩ কর্মকর্তাসহ ৪ জন নিহত

199

উয়াগাদৌগৌ, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সোমবার পুলিশ টহল দলের ওপর হামলায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিন কর্মকর্তা রয়েছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে অজ্ঞাতনামা বন্দুকধারীদের চালানো ওই হামলায় পুলিশের এক লেফটেন্যান্ট, দুই সার্জেন্ট ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, হামলায় আরো পাঁচজন আহত হয়। তবে তারা পুলিশ কর্মকর্তা না বেসামরিক নাগরিক সে ব্যাপারে কিছু বলা হয়নি।
পশ্চিম আফ্রিকার এ দেশের সানমাতেঙ্গা প্রদেশের পিসিলা-গিবগায় সোমবারের এ হামলার ঘটনা ঘটে।
গত মঙ্গলবার মালি সীমান্তবর্তী বুরকিনা ফাসোর একেবারে উত্তরাঞ্চলীয় সৌম প্রদেশের কালবোতে এক হামলায় তিন সৈন্য নিহত হয়।
মালি ও নাইজারের সীমান্তবর্তী দেশ বুরকিনা ফাসোতে ২০১৫ সাল থেকে ইসলামি জঙ্গি তৎপরতা বেড়ে যায়। এরপর থেকে দেশটিতে বিভিন্ন জঙ্গি হামলায় ৭৫০ জন প্রাণ হারিয়েছে।
এদিকে জাতিসংঘ জানায়, ২০১৯ সালে মালি, নাইজার ও বুরকিনা ফাসোতে জিহাদিদের হামলায় প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়।