বাসস দেশ-৭ : দক্ষিণ এশীয় আর্টক্যাম্পে গেলেন চিত্রশিল্পীরা

165

বাসস দেশ-৭
চিত্রশিল্পীরা-নেপাল
দক্ষিণ এশীয় আর্টক্যাম্পে গেলেন চিত্রশিল্পীরা
ঢাকা, ১১ জুলাই, ২০১৮(বাসস) : নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘দক্ষিণ এশীয় আর্টক্যাম্প’এ অংশ নিতে বাংলাদেশের চিত্রশিল্পীদের একটি প্রতিনিধি দল গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আজ বাসসকে এই তথ্য জানানো হয়। এই সম্মেলন গতকালই শুরু হয়েছে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নেপাল একাডেমি অব ফাইস আর্টস’র মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক বিনিময়ের চুক্তির অংশ হিসেবে শিল্পীদের এই প্রতিনিধি দলটি নেপালের আর্টক্যাম্পে যোগ দিচ্ছেন।
চিত্রশিল্পীদের এই দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম পপলু। প্রতিনিধি দলের অন্যান্য সদস্য শিল্পীরা হচ্ছে, শিল্পী ড. মোহাম্মদ ইকবাল, শিল্পী আতিয়া ইসলাম এ্যানি , শিল্পী দুলাল চন্দ্র গাইন, শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ ও শিল্পী বিশ্বজিৎ গোস্বামী।
নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পোখরায় এই আর্টক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পের কার্যসূচির মধ্যে রয়েছে, চিত্রকর্ম আকাঁ, সেমিনার, স্পটক্যাম্প, গোলটেবিল আলোচনা, বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে মতবিনিমিয় ইত্যাদি।
বাসস/এইচএ /১৪৫৫/কেজিএ