বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে ভারত আগ্রহী

781

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): ভারত বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে অংশ নিতে আগ্রহী। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় বাস্তাবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর সাথে রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনন্সিটিউটে তার কার্যালয়ে দেখা করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে তার দেশের সরকারের ইচ্ছার কথা জানান।
বৈঠককালে তারা জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতির ওপর মত বিনিময় করেন। এ বছরের ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হবে।