বিশ্বকাপ জয়ী দলের ৪ জনই ক্লেমন ক্রিকেট একাডেমি’র

420

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ১৫ সদস্যের মধ্যে চার জনই উঠে এসেছে ক্লেমন ক্রিকেট একাডেমি থেকে। বিশ্বজয়ের দলে থাকা এই চার খেলোয়াড় নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ক্লেমনের সাতটি ক্রিকেট একাডেমি। ইতিহাস গড়া এই ক্রিকেটারদের নিয়ে গর্বিত সবাই।
বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলে অংশ নেওয়া ক্লেমন ক্রিকেট একাডেমির চার ক্রিকেটার হলেন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়, অলরাউন্ডার শামীম হোসাইন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং অলরাউন্ডার মেহরাব হোসাইন ওহিন।
ক্লেমন ক্রিকেট একাডেমি থেকে প্রশিক্ষণ নেয়া এই ক্রিকেটারদের সাফল্যে আনন্দিত হয়ে ক্লেমন স্পোটর্স এর চিফ অপারেটিং অফিসার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘তাদের কঠিন পরিশ্রমের ফসল হচ্ছে বিশ্বকাপ। আশা করি এরা অনেক দূর যাবে এবং আগামীর বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিবে।’
ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, সিলেট, যশোর এবং দিনাজপুরে অবস্থিত ক্লেমনের ৭টি ক্রিকেট একাডেমিতে বর্তমানে দেশের বিভিন্ন জেলার ১২০০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।