বাসস দেশ-১৫ : ঢাকা চেম্বার ও পিআরআই’র সমঝোতা চুক্তি স্বাক্ষর

121

বাসস দেশ-১৫
ডিসিসিআই-চুক্তি-স্বাক্ষর
ঢাকা চেম্বার ও পিআরআই’র সমঝোতা চুক্তি স্বাক্ষর
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর মধ্যে রোববার একটি সমঝোতা চুক্তি পিআরআই কার্যালয়ে স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং শিল্পায়নের উন্নয়নে গবেষণা ও উদ্বাবনী কার্যক্রম বৃদ্ধির লক্ষে প্রফেশনাল নেটওয়ার্ক স্থাপনের পাশাপাশি সহযোগিতা বৃদ্ধি করাই এই সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্য।
ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ এবং পিআরআই’র চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে মবিন, পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মানসুর, অপারেশন্স ডিরেক্টর ড. জি এম খুরশিদ আলম, সিনিয়র ইকোনোমিষ্ট ড. আশিকুর রহমান এবং ডিসিসিআই’র সচিব মো: জয়নাল আব্দীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৭৪৫/ অমি