বাসস ক্রীড়া-১৩ : তামিমকে টপকে শীর্ষে মুশফিক

103

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-ঢাকা টেস্ট
তামিমকে টপকে শীর্ষে মুশফিক
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টেরতৃতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসে ডাবল-সেঞ্চুরি করে অপরাজিত ২০৩ রান করেন মুশফিক।
ক্যারিয়ারে তৃতীয়বারের মত ডাবল-সেঞ্চুরির ইনিংস খেলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান মুশফিক। ৭০ ম্যাচের ১৩০ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে এখন ৪৪১৩ রানের মালিক মুশি। গড়- ৩৬ দশমিক ৭৭।
৬০ ম্যাচের ১১৫ ইনিংসে ৯টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে তামিমের রান ৪৪০৫।
জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে ৫৯ ম্যাচে তামিমের রান ছিলো ৪৩৬৪। মুশফিকের ছিলো ৬৯ ম্যাচে ৪২১০ রান। তাই তামিমের চেয়ে ১৫৪ রানে পিছিয়ে ছিলেন মুশি।
টেস্ট শুরুর পর প্রথম ইনিংসে ৪১ রান করে আউট হন তামিম। তখন তামিমের রান গিয়ে দাড়ায় ৪৪০৫। ফলে মুশফিকের সাথে তামিমের ব্যবধান হয় ১৯৫ রান।
আজ টেস্ট ক্যারিয়াারের সপ্তম সেঞ্চুরির স্বাদ নিয়ে নিজের ইনিংসটি বড় করেছেন মুশফিক। ১৯৬ রানে পৌঁছে তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক। শেষ পর্যন্ত ২০৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। এতে ৪৪১৩ রানের মালিক হন তিনি। ফলে তামিমের চেয়ে এখন ৮ রানে এগিয়ে মুশফিক।
৫৬ ম্যাচের ১০৫ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৬২ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে সাকিব আল হাসান।
বাসস/এএসজি/এএমটি/১৭০৫/স্বব