বাসস ক্রীড়া-১০ : নিজেদের রেকর্ড ভাঙ্গতে পারল না মোমিনুল-মুশফিক

102

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ঢাকা টেস্ট
নিজেদের রেকর্ড ভাঙ্গতে পারল না মোমিনুল-মুশফিক
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় দিনে চতুর্থ উইকেট জুটিতে ২২২ রান করেন অধিনায়ক মোমিনুল হক ও মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে যেকোন উইকেট জুটিতে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। অবশ্য এই জিম্বাবুয়েই বিপক্ষেই সর্বোচ্চ রানের জুটিটি মোমিনুল-মুশফিকের।
২০১৮ সালের নভেম্বরে ঢাকায় চতুর্থ উইকেটে ২৬৬ রান করেছিলেন মোমিনুল-মুশফিক। বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ জুটিটি তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামে উদ্বোধনী জুটিতে ২২৪ রান করেছিলেন তামিম-ইমরুল।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিটি ৩৫৯ রানের। ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে পঞ্চম উইকেটে ৩৫৯ রান করেছিলেন সাকিব আল হাসান ও মুশফিক।
বাসস/এএসজি/এএমটি/১৬৪০/স্বব