বাসস ক্রীড়া-৮ : আশরাফুল-মাহমুদুল্লাহর পর মোমিনুল

104

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ঢাকা টেস্ট
আশরাফুল-মাহমুদুল্লাহর পর মোমিনুল
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক।
তবে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন মোমিনুল। যার মাধ্যমে মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহর পাশে নিজের নাম লেখালেন মোমিনুল। মিরপুরের এই ভেন্যুতে টেস্ট অধিনায়ক হিসেবে আশরাফুল ও মাহমুদুল্লাহ সেঞ্চুরি করেছিলেন।
২০০৮ সালে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬টি চারে ১৯৩ বলে ১০১ রান করেছিলেন আশরাফুল। ঐ টেস্টে ১০৭ রানের ব্যবধানে হারে শ্রীলংকা।
আর ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কায় ১২২ বলে অপরাজিত ১০১ রান করেছিলেন মাহমুদুল্লাহ। টেস্টে ২১৮ রানের ব্যবধানে জয় পেয়েছিলো বাংলাদেশ। ফলে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করতে পারে টাইগাররা। ঐ টেস্টের প্রথম ইনিংসে মোমিনুল হক ১৬১ ও মুশফিকুর রহিম অপরাজিত ২১৯ রান করেছিলেন।
বাসস/এএসজি/এএমটি/১৬৩৫/স্বব