নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

151

নওগাঁ, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): নওগাঁয় আজ এক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ২জন আহত হয়েছেন।
সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে রাজশাহী – নওগাঁ মহাসড়কে জেলার মান্দা উপজেলায় ফেরীঘাট ব্রীজের পূর্ব পাশে একটি ট্রাকের সাথে যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
মান্দা থানার অফিসার্স ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, আজ সকালে একটি সিএনজিযোগে ঔষধ কোম্পানী একমি’র কয়েকজন রিপ্রেজেনটেটিভ তাঁদের কোম্পানীর এক সভায় যোগদান করতে নওগাঁ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আশা রাজশাহীগামী একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে মান্দা উপজেলার চককানদেব গ্রামের শামসুল আলমের পুত্র রফিকুল ইসলাম (৩৮) ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া এ দুর্ঘটনায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই উপজেলার ঘাটকৈর গ্রামের সোলায়মান আলীর পুত্র জয়নাল আবেদীন (৩৫) এবং লালমনিরহাট জেলার জনৈক আফতাব উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম (২৯) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
আহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার হামকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের পুত্র আবুল হাশেম (৩৮) এবং রাজশাহী’র গোদাগাড়ী উপজেলাধীন দামকুড়া গ্রামের মৃত খয়বর আলীর পুত্র আব্দুল কুদ্দুস (৩৮)।