বাসস বিদেশ-৪ : টোগোয় প্রেসিডেন্ট ফাউরে নাশিংবে আবারো নির্বাচিত

120

বাসস বিদেশ-৪
টোগো- নির্বাচন
টোগোয় প্রেসিডেন্ট ফাউরে নাশিংবে আবারো নির্বাচিত
লোম, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : টোগোয় ফাউরে নাশিংবে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়। তবে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন।
কমিশন জানায়, ফাউরে নাশিংবে নির্বাচনে প্রথম রাউন্ডে শতকরা ৭২ ভাগ ভোট পেয়ে এগিয়ে যান। তার প্রতিদ্বন্দ্বি সাবেক প্রধানমন্ত্রী এগবেএমোয় কুজো পান শতকরা ১৮ ভাগ ভোট।
পিতা নাশিংবে ইয়েদেমার মৃতু্যৃর পর ফাউরে ২০০৫ সাল থেকে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন। দেশটিতে ৮০ লক্ষ জনগোষ্ঠির বাস। ইয়েমেদা ৩৮ বছর দেশটি শাসন করেন।
চলতি বছর মে মাসে ফাউরে সংবিধানের সংস্কার করেন। এ কারণে তিনি চলতি বছর নির্বাচনে অংশ নিতে পেরেছেন এবং সম্ভবত ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।
বাসস/অনু- জেজেড/১৫৩০/জুনা