পুরানো ঢাকা থেকে সব ধরনের কারখানা ও গোডাউন সরাতে দ্রুত পদক্ষেপ নেয়ার সুপারিশ

192

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ (বাসসস) : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পুরানো ঢাকা থেকে সব ধরনের কারখানা ও গোডাউন সরাতে দ্রুত পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ মুজিবুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় এ জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় সভা করে পুরান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শিল্প সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে আগামী বৈঠকে আমন্ত্রণ জানাতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।
কমিটির সদস্য শাজাহান খান, মানু মজুমদার এবং শামসুন নাহার সভায় অংশগ্রহণ করেন।
সভায় শ্রমিকদের সাহার্য্যার্থে প্রদত্ত অর্থ প্রকৃত শ্রমিকদের প্রদানের জন্য গঠিত সাব-কমিটির রিপোর্ট এবং লেবার অফিসে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় শ্রমিক কল্যাণ ফান্ড থেকে প্রকৃত ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সাহায্য পাওয়ার বিষয়ে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেয়া হয়। ক্ষতিগ্রস্থ শ্রমিকদের প্রদান করা অর্থ জেলাওয়ারী সমহারে দেয়া হচ্ছে কিনা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে সুপারিশ করা হয়।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের একজন উপযুক্ত প্রতিনিধিকে পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।