বাসস বিদেশ-৫ : ইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্প : ৮ জনের প্রাণহানি

124

বাসস বিদেশ-৫
ইরান-ভূমিকম্প
ইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্প : ৮ জনের প্রাণহানি
তেহরান, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুরস্ক সীমান্তে রোববার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আটজন নিহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সউলি’র উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা আনাদলু জানায়, ‘আমরা আমাদের আট নাগরকিকে হারিয়েছি। এর মধ্যে তিনটি শিশু রয়েছে।’
ভূমিকম্পে আহত হয়েছে অন্তত ৪০ জন। এদের মধ্যে ১৭ জনকে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরের হাবাস-ই ওলিয়া গ্রামের কাছে ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ৯টা ২৩ মিনিটে (গ্রিনিচ মান সময়০৫৫৩ টায়) এ ভ’মিকম্প আঘাত হানে।
বাসস/অনু-জেজেড/১৭৩৯/জুনা