বাসস বিদেশ-৪ : করোনাভাইরাস : দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ সতর্কাবস্থা

111

বাসস বিদেশ-৪
চীন স্বাস্থ্য দক্ষিণ কোরিয়া
করোনাভাইরাস : দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ সতর্কাবস্থা
সিউল, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ায় নতুন করোনাভাইরাস নিয়ে সতর্কাবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন রোববার এ কথা জানান।
ভাইরাস নিয়ে সরকারি পর্যায়ে বৈঠকের পর তিনি বলেন, কোভিড-১৯ ভাইরাসটি গভীর এক সংকটময় পরিস্থিতি তৈরি করছে। আগামী কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী সরকার সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করছে।
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে খুব দ্রুত বেড়ে গেছে। চীনের বাইরে এ ভাইরাসে সবেচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এ সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে।
বাসস/জুনা/১৭০৭/কেএমকে