পিরোজপুরে এসএমই মেলা শুরু

215

পিরোজপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জেলায় আজ ৭ দিন ব্যাপী এস.এম.ই মেলার উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এক বর্ণাঢ্য র‌্যালী শেষে সরকারি বালক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, ও এস.এম.ই ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের ডিজিএম মোঃ রাকিব খান। বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০১৩ সালে জাতীয় শিল্পনীতি ঘোষণা করেন এবং এ ক্ষুদ্র ও মাঝারী শিল্পের প্রসারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৩ সাল থেকে দেশে এস.এম.ই মেলার আয়োজন করা হচ্ছে। বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে যে লেখাপড়া শিখে শুধুমাত্র চাকুরির দিকে না ঝুঁকে নিজেরা উদ্যোক্তা হয়ে ব্যবসা-বাণিজ্য শিল্পকারখানা গড়ে তুলে নিজেরা স্বাবলম্বী হওয়া এবং অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে শিক্ষিত সমাজের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করা। এ মেলায় ৫৩টি স্টলে বিভিন্ন ধরণের পণ্যে দিয়ে সাজানো হয়েছে। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ষ্টল চিম্বুক, পিরোজপুরের স্বরূপকাঠীর ক্রিকেট ব্যাট শিল্প, ছোবড়া শিল্প, কাউখালীর শীতল পাটি, মৃৎশিল্প, নার্সারী এবং বিসিক এর বিভিন্ন পণ্যের স্টলগুলো খুবই আকর্ষণীয়। এদিকে এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যলী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ র‌্যালীতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ.সাংবাদিক ও শিক্ষার্থীসহ সকল শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।