মাদক থেকে সন্তানদের দূরে রাখতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

825

মেহেরপুর, ২২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, মাদক যুব সমাজকে নষ্ট করে। তাই মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে হবে।
আজ শনিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেল্থ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সোনার বাংলা গড়তে। বঙ্গবন্ধু তাঁর স্বপ্ন বাস্তবায়নের আগেই ঘাতকেরা বুলেটের আঘাতে তাঁকে স্বপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আগামী দিনে যেন দেশের চলমান উন্নয়ন ধরে রাখা যায় সেজন্য শিশুদের শিক্ষারও দায়িত্ব নিয়েছে সরকার।
তিনি বলেন, “এখন ভাতাভোগির মোবাইল হিসাব নম্বরে সরাসরি টাকা প্রদান করা হচ্ছে।”
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আযম, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. অলোক কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।