বাসস বিদেশ-১ : নির্বাচনী সমাবেশে তালিবানদের আত্মঘাতি বোমা বিস্ফোরণে পাকিস্তানে ২০ জন নিহত

200

বাসস বিদেশ-১
পাকিস্তান-বোমা
নির্বাচনী সমাবেশে তালিবানদের আত্মঘাতি বোমা বিস্ফোরণে পাকিস্তানে ২০ জন নিহত
পেশোয়ার, পাকিস্তান, ১১ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): নির্বাচনী সমাবেশে পকিস্তানের পেশোয়ারে আজ আত্মঘাতি এক ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
জঙ্গিগ্রুপ তালিবান বোমা বিস্ফোরণের দায় শিকার করেছে।
আগামী ২৫ জুলাই দেশটির জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটাই প্রথম বোমা হামলার ঘটনা ঘটলো। খবর এএফপি’র।
কর্মকর্তাগণ জানান, গতকাল মঙ্গলবার বিকেলে সংঘটিত বোমা বিস্ফোরণে আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) নেতা হারুন বিলার নিহত হয়েছেন।
বেশ কিছুদিন যাবৎ এএনপি জঙ্গি গোষ্ঠি তালিবানদের আক্রমণের শিকার হয়ে আসছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে নিরাপত্তা বিঘিœত হতে পারে বলে বক্তব্য রাখার পর পরই এই বোমা হামলা ঘটে।
পেশোয়ার পুলিশ প্রধান কাজি জামেল বলেন, ‘নিহতের সংখ্যা ২০ জন ও আহতের সংখ্যা ৬৩ জন। আহতদের মধ্যে ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বোমা নিষ্ক্রিয় দল নেতা শাফকাত মালিক বলেন, ‘১৬ বছর বয়সের এক কিশোর বা কিশোরীর শরীরে আট কিলোগ্রাম ওজনের বিস্ফোরক, তিন কিলোগ্রাম ওজনের প্লেট, বল ও বিয়ারিং বহন করছিলো বলে ধারণা করা হচ্ছে।”
বাসস/কেকে/১২২০/কেজিএ