বাজিস-৯ : জয়পুরহাটে ৩ দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু

130

বাজিস-৯
জয়পুরহাট- নজরুল সম্মেলন
জয়পুরহাটে ৩ দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু
জয়পুরহাট, ২২ ফেব্রুযারি, ২০২০ (বাসস)ঃ জেলা শিল্পকলা একাডেমিতে আজ শনিবার শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন-২০২০।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং স্থানিয় জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড: সামছুল আলম দুদু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে ’ আমাদের জাতীয় চেতনায় নজরুল’ বিষয়ের উপর মুখ্য আলোচক ছিলেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক প্রাবন্ধিক ও ছড়াকার ড. মুহম্মদ হায়দার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান। এর আগে প্রধান অতিথি’র নেতৃত্বে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে শিল্পকলা একাডেমি চত্বরে গ্রন্থমেলাসহ ’নজরুল-জীবন পরিক্রমা’ তথ্যচিত্র প্রদর্শীন ব্যবস্থা করা হয়েছে। স্কুল- কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদতাদা/১৪৫০/নূসী