বাসস বিদেশ-৩ : ইতালিতে করোনাভাইরাসে প্রথম ইউরোপীয়র মৃত্যু

131

বাসস বিদেশ-৩
ইউরোপ-করোনাভাইরাস
ইতালিতে করোনাভাইরাসে প্রথম ইউরোপীয়র মৃত্যু
রোম, ২২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালিতে করোনাভাইরাসে এক ব্যক্তি মারা গেছে। তিনি ভাইরাসটিতে মারা যাওয়া প্রথম ইউরোপীয়।
ইতালির স্বাস্থ্য মন্ত্রী জানান, ভেনেতো এলাকার ৭৮ বছর বয়সী ওই লোকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তিনি হাসপাতালে মারা গেছেন। ওই এলাকায় যে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এড্রিয়ানো ত্রিভিশান তার একজন।
এদিকে, লমবার্ডি এলাকায় ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন চিকিৎসক রয়েছেন।
কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ভাইরাস ছড়িয়ে পড়ায় ওই এলাকার ৫০ হাজারেরও বাসিন্দাকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া এক সপ্তাহ পর্যন্ত কার্নিভাল উদযাপন, চার্চে জমায়েতসহ সব ধরণের গণসমাবেশ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
সবকিছুই নিয়ন্ত্রণে থাকার দাবি করে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে বলেছেন, সরকার সর্বে্চ্চা পর্যায়ের পূর্ব সতর্কতা অবলম্বন করেছে।
চীনে ডিসেম্বর থেকে এ পর্যন্ত সার্সের মতো করোনাভাইরাসে ২ হাজার ২শ’ও বেশি লোক প্রাণ হারিয়েছে।
বাসস/জুনা/১৩১০/আরজি