বিশ্বরেকর্ড গড়লেন টেইলর

166

ওয়েলিংটন, ২১ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই অন্তত ১০০ করে ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর। আজ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নেমেই এই বিশ্বরেকর্র্ড গড়েন তিনি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের টি-২০ ফরম্যাটে শততম ম্যাচ খেলেন টেইলর। ইতোমধ্যে ওয়ানডে খেলেছেন ২৩১টি।
ওয়েলিংটনের আগে টেইলের ঝুলিতে ছিলো ৯৯টি টেস্ট। তাই শততম টেস্ট ম্যাচ থেকে এক ধাপ দূরে ছিলেন তিনি। আজ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে সেই মাইলফলকও স্পর্শ করলেন টেইলর। যার মাধ্যমে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটে একশ ম্যাচ খেলার রেকর্ড গড়েন এই ব্যাটসম্যান।
বিশ্ব ক্রিকেটে ৬৮তম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেললেন টেইলর। অন্তত ১০০টি ওয়ানডে খেলা খেলোয়াড় হলেন ২৬৩ জন। আর তিনজন খেলেছেন ১০০টি টি-২০ ম্যাচ।
২০০৬ সালের মার্চে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় টেইলরের। ঐ বছরই টি-২০ ও পরের বছর টেস্ট আঙ্গিনায় পা রাখেন তিনি। ১৪ বছরের মধ্যে ১০০টি টেস্ট, ২৩১টি ওয়ানডে ও ১০০টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন টেইলর। টেস্টে ৭১৭৪, ওয়ানডেতে ৮৫৭০ ও টি-২০তে ১৯০৯ রান করেছেন তিনি।
দেশের হয়ে এখন পর্যন্ত ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচে সর্বমোট ১৭, ৬৫৩ রান করেছেন টেইলর।