বাসস ক্রীড়া-৫ :জিতলে ১ রেটিং পাবে, হারলে ৩ রেটিং নষ্ট হবে বাংলাদেশের

138

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে
জিতলে ১ রেটিং পাবে, হারলে ৩ রেটিং নষ্ট হবে বাংলাদেশের
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে সফরকারী জিম্বাবুয়ের স্বাগতিক বাংলাদেশ। এই টেস্ট জিতলে ১ রেটিং পাবে টাইগাররা। আর হারলে ৩ রেটিং নষ্ট হবে বাংলাদেশের।
আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ৬০ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে বাংলাদেশ। ১৭ রেটিং নিয়ে এগারতমস্থানে রয়েছে জিম্বাবুয়ে।
সিরিজের একমাত্র টেস্টটি জিতলে বাংলাদেশের রেটিং হবে ৬১। নবমস্থানেই থাকবে তারা। কারন ৮১ রেটিং নিয়ে অষ্টমস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই এই টেস্টটি জিতলে ক্যারিবীয়দের ছাড়িয়ে যাবার কোন সুযোগই নেই টাইগাররা।
টেস্ট হারলেও ক্ষতি হবে না জিম্বাবুয়ের। ১৭ রেটিংই থাকবে তাদের। তাই এগারতমস্থানেই থাকবে তারা।
তবে টেস্টটি জিতলে ৭ রেটিং পাবে জিম্বাবুয়ে। তখন তাদের রেটিং হবে ২৪। তবে র‌্যাংকিং-এ কোন পরিবর্তন হবে না জিম্বাবুয়ের। কারন ৪৯ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে পুঁচকে আফগানিস্তান।
আর টেস্ট হারলে ৩ রেটিং হারাবে বাংলাদেশ। ৫৭ রেটিং নিয়ে নবমস্থানে থাকবে বাংলাদেশ।
বাসস/এএমটি/১৭২০/স্বব