বাসস দেশ-৮ : ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

122

বাসস দেশ-৮
ইফা-অমর-একুশে-পালন
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আজ রাজধানীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালন করেছে।
সকালে ইফা মহাপরিচালক আনিস মাহমুদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সকাল ৭টায় আজিমপুর কবরস্থানে এবং সকাল ১১টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর ইফার উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে ‘মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মসচিব মো: নূরুল ইসলাম বলেন, কোন চাপের কাছে মাথা নত না করার শিক্ষা দেয় একুশ। মায়ের ওপর যেমন সন্তানের অধিকার, তেমনি মাতৃভাষায় কথা বলাও মানুষের অধিকার। যারা আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল, আজ উন্নয়নের সকল সূচকে তারা আমাদের থেকে পিছিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নয়নে বিশ্বে রোল মডেল। মহাকাশে আমরা স্যাটেলাইট পাঠিয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। জঙ্গিবাদ দমনে সফল হয়েছে। দেশকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরসলভাবে কাজে করে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে ইফা মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ইসলাম প্রচার প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আমরা যদি সমাজ থেকে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা দূর করতে পারি তাহলে বঙ্গবন্ধুর উদ্যোগ সার্থক হবে।
অনুষ্ঠানে ইফা সচিব কাজী নূরুল ইসলাম এবং মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার বক্তৃতা করেন। দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার সভা সঞ্চালনা করেন।
এরআগে, ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সকাল ৭টায় আজিমপুর কবরস্থানে এবং সকাল ১১টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মুনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রূহের মাগফিরাত, ভাষা শহীদদের রূহের মাগফিরাত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
বাসস/সবি/এমএন/১৬১০/-শআ