বাসস ক্রীড়া-৬ : দ্বিতীয় টেস্টে রোচকে খেলতে হবে না বাংলাদেশের

135

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-রোচ
দ্বিতীয় টেস্টে রোচকে খেলতে হবে না বাংলাদেশের
কিংস্টন, ১১ জুলাই ২০১৮ (বাসস) : হ্যামস্টিং ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন না ওয়েস্ট ইন্ডিজর ডান-হাতি পেসার কেমার রোচ। এন্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ৮ রানে ৫ উইকেট নেন রোচ। প্রথম ইনিংসে ইনজুরিতে পড়ায় দ্বিতীয় ইনিংস মাঠেই নামতে পারেননি তিনি। ফলে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য রোচকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
রোচের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি পেসার আলজারি জোসেফ। দেশের হয়ে ৬ টেস্টে ১৫ উইকেট নিয়েছেন তিনি। ২০১৭ সালের আগস্টে ক্যারিবীয়দের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২১ বছর বয়সী এই পেসার।
প্রথম ম্যাচের সেরা রোচের কল্যাণে সিরিজে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।
বাসস/এএমটি/১৪০০/স্বব