বাসস দেশ-২৩ : বৃষ্টির পানি ধারণ ও সর্বোচ্চ ব্যবহার বিষয়ে গবেষণা ও পরিকল্পনা গ্রহণের পরামর্শ

225

বাসস দেশ-২৩
কমিটি- কৃষি
বৃষ্টির পানি ধারণ ও সর্বোচ্চ ব্যবহার বিষয়ে গবেষণা ও পরিকল্পনা গ্রহণের পরামর্শ
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বৃষ্টির পানি ধারণ ও এর সর্বোচ্চ ব্যবহার বিষয়ে গবেষণা ও পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রামানিক, মোঃ মামুনুর রশীদ কিরন, জয়াসেন গুপ্তা এবং হোসনে আরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি নারিকেল, সাগর কলা , ফুল ও সবজি চাষাবাদ নিয়ে প্রতিবেদন সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
এছাড়া বিএডিসির সেচ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া বিএমডিএ কে সোলার ডাগওয়েল স্থাপন সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।
সভায় কমিটির সাবেক সদস্য কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং একটি শোক প্রস্তাব আনা হয়।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯২০/-শআ