বাসস ক্রীড়া-৩ : বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকির শিরোপা জয় করল নৌবাহিনী

121

বাসস ক্রীড়া-৩
হকি-বঙ্গবন্ধু- শহীদ স্মৃতি
বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকির শিরোপা জয় করল নৌবাহিনী
ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের শিরোপা জয় করল বাংলাদেশ নৌবাহিনী। আজ মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ সেনা বাহিনীকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেছে তারা।
ম্যাচে বিজয়ী দলের হয়ে দুই গোল করেছেন আশরাফুল ইসলাম। ৭ ও ৫৪ মিনিটে তিনি দুটি গোলই করেছেন পেনাল্টি কর্নার থেকে। এছাড়া নৌবাহিনীর হয়ে ১২ মিনিটে মাহবুব হোসেন, ৩৩ মিনিটে রাসেল মাহমুদ জিমি, ৩৬ মিনিটে মইনুল ইসলাম কৌশিক ও ৪৪ মিনিটে আবেদ উদ্দিন গোল করেন।
সেনা বাহিনীর হয়ে তিনটি গোল পরিশোধ করেছেন মনোজ বাবু, মিলন হোসেন ও নাঈম উদ্দিন। তারা ১৯, ৪৮ ও ৫৯ মিনিটে গোল তিনটি পরিশোধ করেন।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নৌবাহিনীর কৌশিক। ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন একই দলের মাহবুব হোসেন।
এর আগে রাউন্ড রবিন লীগ পর্বে তিন ম্যাচের সবকটিতে জয় নিয়ে সর্বমোট ৯ পয়েন্টসহ ফাইনালের টিকিট পায় নৌবাহিনী। ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় অবস্থান নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সেনা বাহিনী।
বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে এই টুর্নামেন্টে মোট চারটি সার্ভিসেস দল অংশগ্রহন করে।
বাসস/এমএইচসি/১৭০০/নীহা