বাসস বিদেশ-৫ : ট্রাম্পের অনুরোধে পেন্টাগণের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

108

বাসস বিদেশ-৫
যুক্তরাষ্ট্র-রাজনীতি-সামরিক-ট্রাম্প
ট্রাম্পের অনুরোধে পেন্টাগণের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
ওয়াশিংটন, ২০ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): পেন্টাগনের শীর্ষ এক কর্মকর্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে বুধবার পদত্যাগ করেছেন। মার্কিন এ প্রেসিডেন্টকে অভিসংশনের মুখে ফেলে দেয়া ইউক্রেন কেলেংকারির সাথে পরোক্ষ সম্পর্ক থাকায় তিনি পদত্যাগ করলেন। খবর এএফপি’র।
পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারণী কর্মকর্তা জন রড সাক্ষ্য দেন যে ২৫ কোটি ডলারের সামরিক সহায়তা পেতে ইউক্রেন যথেষ্ট সংস্কার করেছিল।
ডেমোক্রেটরা অভিযুক্ত করায় এ ব্যাপারে ট্রাম্প তার যুক্তি তুলে ধরে বলেন যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে তদন্তে কিয়েভকে চাপ দেয়ার চেয়ে দুর্নীতি প্রশ্নে উৎকণ্ঠা থাকায় এ তহবিল দিতে অস্বীকৃতি জানানো হয়।
রডের পদত্যাগে প্রেসিডেন্টের অনুরোধ জানানোর কোন কারণ না থাকলেও এক্ষেত্রে অভিসংশনের শুনানিতে ইউক্রেনের ব্যাপারে সাক্ষ্য দেয়া জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে হোয়াইট হাউসের একই ধরনের পদক্ষেপ অনুসরণ করা হয়।
প্রেসিডেন্টকে দেয়া এক পত্রে রড বলেন, ‘আপনি আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি’র পদ থেকে আমাকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন।’
তিনি প্রতিরক্ষামন্ত্রী মার্ক ইস্পারের কাছ থেকে এ তথ্য জেনেছেন বলে জানান।
বাসস/এমএজেড/১৬৪০/জুনা