বাসস বিদেশ-২ : চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আরো ১০৮ জনের মৃত্যু

135

বাসস বিদেশ-২
চীন-ভাইরাস-প্রাণহানি
চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আরো ১০৮ জনের মৃত্যু
বেইজিং, ২০ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে নতুন করে ১০৮ জনেরও বেশি মারা গেছে। ফলে এ মহামারিতে বৃহস্পতিবার চীন জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ১১২ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র।
হুবেই স্বাস্থ্য কমিশনের প্রতিদিনের হাল নাগাদ দেয়া তথ্য থেকে জানা যায়, মৃতদের অধিকাংশ প্রাদেশিক রাজধানী উহানের বাসিন্দা। গত ডিসেম্বরে প্রথম সেখানে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।
এদিকে নতুন করোনাবাইরাসে দেশব্যাপী ৭৪ হাজার ৫শ’ জনের বেশি আক্রান্ত হয়েছে।
হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, উহানে নতুন করে ৬১৫ জন আক্রান্ত হয়েছে। এ প্রদেশের অন্যান্য এলাকায় আরো ১৩ জন আক্রান্ত হয়েছে।
তবে হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, প্রদেশের বিভিন্ন নগরীতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটা কমে আসছে।
বাসস/এমএজেড/১৩২০/জুনা